যুদ্ধাপরাধ মামলায় মৌলভীবাজারে ৩ জনের মৃত্যুদণ্ড

মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় মৌলভীবাজারের বড়লেখার আব্দুল আজিজ ওরফে হাবুলসহ তিনজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্ত অন্য দুজন হলেন মো. আব্দুল মতিন (পলাতক) ও আব্দুল মান্নান ওরফে মনাই।

এ মামলায় আসামিদের বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন আসামিকেই মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর আসামি পক্ষের আইনজীবী এম সরোয়ার বলেন, আমরা আপিল করব।

এর আগে গত ১২ এপ্রিল উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়।

এই তিন আসামির বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মৌলভীবাজারের বড়লেখা এলাকায় হত্যা, গণহত্যা, ধর্ষণ, নির্যাতনের মতো পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। 

মামলার পর ২০১৪ সালের ১৬ অক্টোবর তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করে ২০১৬ সালের ১৪ নভেম্বর শেষ হয়।

গ্রেপ্তারের পর থেকে আব্দুল আজিজ ও আব্দুল মান্নানকে কারাগারে রয়েছেন। অপর আসামি আব্দুল মতিন পলাতক। মামলায় ১৭ জনের সাক্ষ্যগ্রহণ করেন ট্রাইব্যুনাল। সূত্রঃ সমকাল। সম্পাদনা ম\হ। না ০৫১৯\০১

Related Articles