এসএসসি পরীক্ষার রুটিনে পরিবর্তন

পদ্মা সেতুর উদ্বোধন উদ্‌যাপনে ২৫ জুনের এসএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা ২৪ তারিখ (শুক্রবার) অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার (১২ জুন) এসএসসি পরীক্ষা নিয়ে আইন-শৃংঙ্খলা সংক্রান্ত সভা শেষে এ কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ২৫ জুন এসএসসি শিক্ষার্থীদের ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয়পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। যা অনুষ্ঠিত হবে ২৪ জুন।

শিক্ষামন্ত্রী জানান, ২০২২ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী ১৯ জুন। এই পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১০ লাখ ৯ হাজার ৫১১ জন এবং ছাত্রী ১০ লাখ ১২ হাজার ৩৫৭ জন।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে অংশ নিচ্ছে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন। এছাড়াও দাখিলে ২ লাখ ৬৮ হাজার এবং এসএসসি (ভোকেশনাল) ১ লাখ ৫৩ হাজার ৬৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে।

এছাড়া এ বছর বিদেশের আটটি কেন্দ্রে অংশ নিচ্ছে মোট ৩৬৭ জন পরীক্ষার্থী।

পরীক্ষার নতুন সূচি-

১৯ জুন- বাংলা (আবশ্যিক) প্রথমপত্র ও সহজ বাংলা প্রথমপত্র, 

২০ জুন- বাংলা (আবশ্যিক) দ্বিতীয়পত্র ও সহজ বাংলা দ্বিতীয়পত্র, 

২২ জুন- ইংরেজি (আবশ্যিক) প্রথমপত্র, 

২৪ জুন- ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয়পত্র (২৫ জুন হওয়ার কথা ছিল), 

২৭ জুন- গণিত (আবশ্যিক),

২৮ জুন অনুষ্ঠিত হবে- গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়), কৃষিশিক্ষা (তত্ত্বীয়), সংগীত (তত্ত্বীয়), আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া (তত্ত্বীয়) এবং চারু ও কারুকলা (তত্ত্বীয়)।

৩০ জুন- পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়), বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং, 

২ জুলাই- রসায়ন (তত্ত্বীয়), পৌরনীতি ও নাগরিকতা এবং ব্যবসায় উদ্যোগ আগামী অনুষ্ঠিত হবে।

এছাড়া, 

৩ জুলাই- ভূগোল ও পরিবেশ, 

৪ জুলাই- উচ্চতর গণিত (তত্ত্বীয়), 

৫ জুলাই- হিসাববিজ্ঞান, 

৬ জুলাই- জীববিজ্ঞান (তত্ত্বীয়) এবং অর্থনীতি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সূত্রঃ একুশেটিভি। সম্পাদনা ম\হ। না ০৬১২\০২

Related Articles