ফুটবলে আসছে নতুন নিয়ম কিক-ইন, থাকছে না থ্রো ইন

আসন্ন ফুটবল টুর্নামেন্টগুলোতে বদলে যেতে পারে ফুটবল ম্যাচের নিয়ম। ম্যাচের সময় বাঁচাতে থ্রো ইনের পরিবর্তে চালু হতে পারে কিক ইন পদ্ধতি। এরই মধ্যে এ নিয়ে পরীক্ষামূলক পর্যবেক্ষণ শুরু করেছে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড। ম্যাচের সময় গণনা আরও নিখুঁত করতে ব্যবহার হতে পারে ‘স্টপ ক্লক’। সেইসাথে অফসাইড পর্যবেক্ষণে ভিএআরের সাথে যুক্ত হতে পারে সেমি-অটোমেটেড পদ্ধতি।

ফুটবল মানেই যেন অন্যরকম এক মাদকতা-উন্মাদনা আর রোমাঞ্চ। এজন্যই ফুটবল নিয়ে বিশ্বব্যাপী এতো মাতামাতি। সেই ফুটবলকে আরও কীভাবে মানুষের কাছে নেয়া যায়- ছড়িয়ে দেয়া যায় তা নিয়ে কাজ করে আসছে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)। সোমবার (১৩ জুন) দোহায় অনুষ্ঠিত আইএফএবির বার্ষিক সভায় ফুটবলের উন্নয়ন নিয়ে ফিফার সাথে বৈঠকে বসে সংস্থাটি।

করোনা মহামারির সময় পাঁচ জন বদলি খেলোয়াড় নামানোর যে নিয়ম চালু হয়েছিল- অবশেষে এ বৈঠকে তা বৈধতা পেল ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাগুলোর কাছ থেকে। কিন্তু পুরো ৯০ মিনিট না, ম্যাচের একটা নির্দিষ্ট সময় করে দেয়া হবে হবে যে সময়ের মধ্যে বদলি খেলোয়াড় নামানো যাবে। কনকাশন পদ্ধতটিও স্থায়ী করা হবে কি না তা নিয়েও চলছে আলোচনা।

গোল আটকানোর লক্ষ্যে কোনো খেলোয়াড় যদি হ্যান্ডবল করে ফেলেন তাহলে তাকে লাল কার্ড দেয়া হবে। এক্ষেত্রে পূর্বের মতো স্থান বিবেচনায় আনা হবে না। মাঠের যে কোনো জায়গায়ই এ নিয়ম খাটানো হবে।

ফুটবলে সব থেকে বিতর্কিত বিষয় হলো অফসাইড। আরও নিখুঁতভাবে অফসাইডের সিদ্ধান্তের জন্য ভিএআরের সাথে সেমি-অটোমেটেড প্রযুক্তি ব্যবহারের প্রস্তাব দেয়া হয়েছে। যা খেলোয়াড়ের শরীরের ২৯টি স্পট চিহ্নিত করে থ্রি-ডাইমেনশন পদ্ধতিতে অফসাইড পরিস্থিতিকে বর্ণনা করবে। কাতার বিশ্বকাপ থেকেই এ প্রযুক্তির বাস্তবায়নের কথা ভাবছে ফিফা।

ম্যাচকে আরও গতিশীল করতে থ্রো-ইনের পরিবর্তে কিক-ইন পদ্ধতি চালু করার প্রস্তাব দেয়া হয়েছে এ বৈঠকে। যা নিয়ে পরীক্ষামূলক কাজ করছে আইএফএবি। সেই সাথে সময় গণনা নিখুঁত করতে ম্যাচে স্টপ ক্লক ব্যবহার হতে পারে। গবেষণায় জানা গেছে ৯০ মিনিটের মধ্যে গড়ে ৫৫ মিনিট ৩ সেকেন্ড খেলা মাঠে গড়ায়। কারণ ফুটবলে বল মাঠের বাইরে গেলেও সময়ের কাটা চালু থাকে। অথচ বাস্কেটবল, হকি ও রাগবিতে বল বাইরে গেলে ম্যাচের সময় গণনা বন্ধ থাকে। রেফারির সিদ্ধান্ত বর্ণনা করার সময়েও ক্লক বন্ধ রাখা হবে।

তবে এসব প্রস্তাব মাঠে চালু হতে ফুটবল ভক্তদের হয়তো অপেক্ষা করতে হবে আরও কিছু সময়। সূত্রঃ যমুনা ম\হ। বৈ ০৬১৪\২৪ 

Related Articles