জীবন কাব্য

জন্মেই দেখি, তুমুল কালবৈশাখী ঝড়, ️ভেঙে দিলো কত সপ্ন, কত খেলাঘর।

একদিকে বর্ষবরণ উৎসব, অন্যদিকে আতংক  আমি ছোট্ট আঙুলগুলো গুণি,  তবে মেলাতে পারিনি অংক।

আমি দেখি, মানুষ স্রষ্টাকে ডাকে, ঝড়ের কবল থেকে আজ, রক্ষা করা হোক তাকে।

সে অন্যায় করবে না,কত পূণ্য করবে তার হিসেব নেই ঝড় থেমে গেল, প্রতিজ্ঞা কি যেন করেছিল? ঠিক মনে নেই!

কারো খাবার উপচে পড়ে, কেউ অনাহারে মরে কেউ ঘুমায় আরাম করে, গান গায় সুরে সুরে।

ঝড়ের বাতাসে তার, চুলগুলো উড়ে। কারো জীবন উলটপালট, কালবৈশাখী ঝড়ে।

যখন আমি ভাবতে শিখি, কবিতা পড়ি-কবিতা লিখি জীবনের সব ঘটে যাওয়া, ঘটনা-দূর্ঘটনা দেখি অনিশ্চয়তার ভয়ে ভিত মানুষ, মৃত্যুর ভয় নেই,সেকি?

হয়তো কালবৈশাখী ঝড়েই কোনোদিন, নিভে যাবে জীবন প্রদীপ জীবনে কি পেলাম কি দিলাম, রাখিনি তার হিসাব সঠিক। ক্ষুদ্র এ জীবনে, তুচ্ছ সব লেখা।

"সুইটি"

Related Articles