খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনায় বিকেলে মেডিকেল বোর্ডের বৈঠক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা নিয়ে মেডিকেল বোর্ড বিকেল ৫ টায় বৈঠকে বসবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

হার্টে রিং পরানোর পর রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিইিউতে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে আছেন বেগম জিয়া।

নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী মহিলা দল। বেগম জিয়ার সুস্থতা কামনায় মিলাদ মাহফিলে তার জন্য দোয়া চাওয়া হয়েছে।

অতীতের মতো বিএনপি আবারও গণতন্ত্র উদ্ধার করবে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, খালেদা জিয়ার মুক্তিতে সরকারকে বাধ্য করা হবে।

সোমবার খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ মাহফিল শেষে সাংবাদিকদের এ কথা বলেছেন তিনি।

সরকার খালেদা জিয়াকে তিলে তিলে নিঃশেষ করার প্রক্রিয়া করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সূত্রঃ চ্যানেল আই। সম্পাদনা ম\হ। বৈ ০৬১৪\২৫ 


 

Related Articles