'সবার প্রধানমন্ত্রী হতে পারেননি শেখ হাসিনা'

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশের সবার প্রধানমন্ত্রী হতে পারেননি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের দলের প্রতিষ্ঠাতা, বর্তমান চেয়ারপারসনসহ শীর্ষ নেতাদের সম্পর্কে যে ভাষায় কথা বলেছেন, তা রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। আমরা এর নিন্দা জানাচ্ছি।’

শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘শেখ মুজিব হত্যার সঙ্গে জিয়াউর রহমান কোনোভাবেই জড়িত নন। তখন তো বিএনপির জন্মই হয়নি। সে সময় জিয়াউর রহমান সেনাবাহিনীর ডেপুটি চিফ ছিলেন। কিন্তু তৎকালীন সেনাপ্রধানই তো এগিয়ে আসেননি। এর পরও আওয়ামী লীগ তাঁকেই পুরস্কৃত করেছে।’

সিলেট অঞ্চলের বন্যা নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘বন্যার্তদের বিষয়ে এখন পর্যন্ত সরকারের কোনো দৃশ্যমান ত্রাণ তৎপরতা দেখা যাচ্ছে না। সরকার নিজেদের উন্নয়নের রোল মডেল প্রচার করলেও জনগণকে বন্যার আগাম সতর্কবার্তা দিতে পারেনি। এখন পদ্মা সেতু উদ্বোধনে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে, স্কুল-কলেজে ছুটি দেওয়া হয়েছে। অথচ বন্যায় মানুষ না খেয়ে মারা গেলেও সেখানে সরকার কোনো বরাদ্দ দিচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘সরকারের মূল লক্ষ্য জনগণের কল্যাণ নয়। বড় বড় প্রকল্প তৈরি এবং উদ্বোধন করে সেখান থেকে প্রচুর অর্থ লুটপাট ও তা পাচার করা।’

এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘সিলেটে পানি কমছে এবং জনগণের দুর্ভোগ বাড়ছে। ত্রাণের জন্য মানুষের মধ্যে হাহাকার বাড়ছে। আমাদের নেতাকর্মীরা সিলেটের ১৩টি উপজেলা ও পাঁচটি পৌরসভায় প্রতিদিনই বন্যার্তদের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছেন।’

গুমের শিকার পরিবার কষ্টে আছে: এদিকে রাজধানীর খিলগাঁওয়ে গুমের শিকার কাউন্সিলর চৌধুরী আলমের বাসায় তার পরিবারের সঙ্গে দেখা শেষে মির্জা ফখরুল বলেন, ‘যাদের গুম করা হয়েছে, তাদের জীবনের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। তাদের পরিবার ব্যাংকের লেনদেন, সম্পত্তির মালিকানা, ওয়ারিশ সনদ পর্যন্ত পাচ্ছে না। গুমের শিকার পরিবার চরম কষ্টে আছে।’

ত্রাণ ফান্ডে ইউট্যাবের সহায়তা: সিলেট, সুনামগঞ্জসহ উত্তরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিএনপির জাতীয় ত্রাণ ফান্ডে সহায়তা দিয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। গতকাল বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল এবং ত্রাণ কমিটির আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকুর হাতে এ আর্থিক সহায়তা তুলে দেন ইউট্যাব প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক মোর্শেদ হাসান খান। সূত্রঃ সমকাল। সম্পাদনা ম\হ।বৈ ০৬২৫\০১ 



Related Articles