পুলিশের নজরে জুনায়েদ বাবুনগরীসহ ৩৫ শীর্ষ নেতা!

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে রোববার (১৮ এপ্রিল) গ্রেফতার করেছে পুলিশ। আজ  মামুনুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত এক সপ্তাহে এ নিয়ে গ্রেফতার করা হয়েছে সংগঠনটির ৯ কেন্দ্রীয় নেতাকে। এ ছাড়া আরও ২৫ শীর্ষ নেতাসহ হেফাজতের ৩৫ জন বর্তমানে নজরদারিতে আছেন বলে জানা গেছে।

নজরদারি বা আটক হওয়া হেফাজতের বেশির ভাগ নেতাই ২০১৩ সালে সহিংসতার ঘটনায় কোনো না কোনো মামলার আসামি। এ ছাড়া গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরকালে বিভিন্ন স্থানে সহিংসতার মামলায়ও অনেকে আসামি হয়েছেন। সে সময় সারাদেশে ৭৭টি মামলা করা হয়েছে। এসব মামলায় আসামির সংখ্যা প্রায় ৪৯ হাজার এবং আটক হয়েছেন মোট ৪৫০ জন। 

রোববার গ্রেফতার হওয়া হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে রয়েছে ১৮টি মামলা। গ্রেফতারের পর রোববার রাতে তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়। গণমাধ্যমকে এমনটাই জানান ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার হারুন অর রশীদ গণমাধ্যমকে বলেন, ২০২০ সালে মোহাম্মদপুরে একটি ভাঙচুরের মামলায় মামুনুলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা আছে মতিঝিল থানা, পল্টন থানা ও নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে। পরে সেগুলো সমন্বয় করা হবে। সোমবার মামুনুলকে আদালতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হলে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সূত্রঃ সময়টিভি।


Related Articles