বিচ্ছেদের পর রাজকুমারী মাহরা বাজারে আনছেন ‘ডিভোর্স’ নামে নতুন সুগন্ধি
- by Maria Sultana
- September 11, 2024
- 60 views
ছবি: সংগৃহীত
স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর নতুন করে আলোচনায় আসলেন দুবাইয়ের রাজকুমারী শেখ মাহরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। গত জুলাই মাসে সামাজিক মাধ্যমে তিনি বিচ্ছেদের খবর ঘোষণা করেছিলেন। এবার তিনি নতুন একটি সুগন্ধি বাজারে আনার ঘোষণা দিয়ে শিরোনামে এসেছেন, এবং সুগন্ধির নামই বিষয়টির মূল আকর্ষণ।
টাইমস অব ইন্ডিয়া অনুযায়ী, মাহরার প্রসাধনী ব্র্যান্ড ‘মাহরা এম১’ নতুন একটি সুগন্ধি তৈরি করেছে, যার নাম রাখা হয়েছে ‘ডিভোর্স’। এই সুগন্ধি এখনও বাজারে আসেনি, তবে ব্র্যান্ডটি সামাজিক মাধ্যমে জানিয়েছে, শিগগিরই দুবাইয়ের বাজারে এটি পাওয়া যাবে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, সুগন্ধির কালো বোতলের গায়ে সাদা হরফে লেখা ‘ডিভোর্স’। যদিও সুগন্ধির সম্পূর্ণ প্যাকেজিং কেমন হবে, তা এখনও নিশ্চিতভাবে জানানো হয়নি।
অনেকে এই সুগন্ধির মূল্য জানতে আগ্রহ প্রকাশ করেছেন, তবে মাহরা এম১ এর পক্ষ থেকে দাম সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি। সূত্র: যুগান্তর /স/হ/ন ১১/০৯/২০২৪