বাঁকে বিহারী মন্দিরে এসির পানি ‘চরণামৃত’ ভেবে পান ভক্তদের
- by Maria Sultana
- November 5, 2024
- 114 views

ছবি: সংগৃহীত
সম্প্রতি ভারতের মথুরা জেলার বৃন্দাবন শহরের বিখ্যাত বাঁকে বিহারী মন্দিরে একটি ঘটনা বেশ আলোচনার জন্ম দিয়েছে। মন্দিরের এক দেয়ালে স্থাপিত হাতির আকৃতির ভাস্কর্যের মুখ থেকে পানি পড়ে, যা দেখে ভক্তরা এটিকে ‘চরণামৃত’ বা ভগবান কৃষ্ণের পবিত্র পানি মনে করছেন। ভক্তদের মধ্যে এই পানি পান করার আগ্রহ এতটাই যে, অনেকেই তা হাতে নিয়ে পান করছেন এবং নিজেদের মাথায় ছিটিয়ে দিচ্ছেন।
তবে, হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় যে, প্রকৃতপক্ষে এই পানি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) থেকে নির্গত। মন্দিরের একজন ব্যক্তি ভিডিওতে ভক্তদের সতর্ক করে জানান যে, তারা যা পান করছেন তা এসি থেকে বের হওয়া পানি, কোনো পবিত্র তরল নয়। এরপরেও কিছু ভক্তকে এই পানি পান করতে এবং নিজেদের ওপর ছিটাতে দেখা যায়।
এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ এই বিষয়টি নিয়ে আলোচনা করছেন। সূত্র: যুগান্তর /স/হ/ন ০৫/১১/২০২৪