নাগরী কমিউনিটির উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন স্কুলে রেজিস্ট্রেশন ফরম বিতরণ

'নাগরী কমিউনিটি' ফেসবুক গ্রুপ কর্তৃক আয়োজিত নাগরী ইউনিয়নের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচির প্রস্তুতি প্রায় সম্পন্ন!

আজ সোমবার (২৫অক্টোবর) নাগরী ইউনিয়নের বিভিন্ন উচ্চ বিদ্যালয়ে 'নাগরী কমিউনিটি' ফেসবুক গ্রুপের প্রতিনিধি দল রেজিস্ট্রেশন ফরম প্রধান শিক্ষক বরাবর হস্তান্তর করেছেন। এসময় 'নাগরী কমিউনিটি' ফেসবুক গ্রুপের প্রতিনিধি দল হিসেবে উপস্থিত ছিলেন, জেনী বাড়ৈ, রাত্রি গমেজ এবং মোঃ রুবেল শিকদার।

'নাগরী কমিউনিটি'র পক্ষ থেকে জানানো হয়, 'আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আপনার প্রিয় পরিবার 'নাগরী কমিউনিটি' নাগরী ইউনিয়নের সকল হাই স্কুলের মধ্য থেকে উন্মুক্ত পরীক্ষার মাধ্যমে ২০০ জন মেধাবী শিক্ষার্থীকে পুরো ১ বছরের শিক্ষা উপকরণ উপহার দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছে। আমাদের অনুষ্ঠানটি বহুল প্রচারিত ও স্বনামধন্য TV Channel এ প্রচার করা হবে'।

উপহার হিসেবে থাকবে

১২ টি  সুন্দর খাতা
১২ টি কলম
১ টি জ্যামিতি বক্স/ক্যালকুলেটর
১ টি সারপ্রাইজ গিফট
সকলের জন্য সার্টিফিকেট
'নাগরী কমিউনিটি'  জানায়, এই সুন্দর উদ্যোগের নিতে পেরে আমরা সবাই অনেক খুশি ও আনন্দিত!'

আমরা ইতিমধ্যে আমাদের সকল আয়োজন শুরু করে দিয়েছে। সকল হাই স্কুলে যোগাযোগ চলমান রয়েছে। সকলকে অনেক অনেক অগ্রীম  ধন্যবাদ যারা এ উদ্যোগে পাশে আছেন এবং থাকবেন। সম্পাদনা ম\হ। না ১০২৫\১০

Related Articles