তীব্র শীতে কুড়িগ্রামে ধান ও সবজী ক্ষেতের ব্যাপক ক্ষতির সম্ভাবনা
- by Nafiul Rijby
- January 18, 2022
- 73 views

উত্তরের হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় কুড়িগ্রামে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। চলছে ঘন কুয়াশা আর মেঘের ছটায় প্রায় সময়টাতেই ঢেকে থাকে গোটা জনপদ।
দুপুর গড়িয়ে গেলে সুর্যের মুখ দেখা গেলেও রোদের উত্তাপ তেমনটা অনুভূত হয়না। ঘন কুয়াশার কারণে সবজি ও আলু ক্ষেতে ব্যাপক ক্ষতি হচ্ছে।
কুয়াশার কারণে আমন বীজ তলা নষ্ট হবার দৃঢ় উপক্রম হয়েছে। অপর দিকে আলু ক্ষেত গুলোর পাতা কুঁকড়ে যাচ্ছে। কৃষকরা তীব্র ঠান্ডার মধ্যে প্রতিদিন বিভিন্ন কীটনাশক ব্যাবহার করে ক্ষেত রক্ষার চেষ্টা করছে।
এছাড়া তীব্র ঠান্ডা আর সূর্য্যে ঠিকমত না উঠায় সরিষা ক্ষেত গুলোর দানা পুষ্ট হচ্ছে না।
কুড়িগ্রাম রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ অফিস জানায়, মঙ্গলবার সকাল জেলার সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৯ডিগ্রী সেলসিয়াস। সম্পাদনা ম\হ। না ০১১৮\০৬