রাজধানীর মগবাজার ক্রসিংয়ে মালবাহী ট্রেন লাইনচ্যুত

লাইনচ্যুত হয়ে দুপাশে গাড়ির দীর্ঘ সারি। রাজধানীর মগবাজার এলাকায় রেলক্রসিংয়ে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। শুক্রবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ট্রেন লাইনচ্যুতের এ ঘটনা ঘটে।

এতে ক্রসিংয়ের দুই পাশে আটকে পড়েছে যানবাহন। পথচারীদের ট্রেনের বগি টপকিয়ে রাস্তা পার হতে দেখা গেছে।

ট্রেনটির পেছনের ৩টি বগির চাকা লাইনচ্যুত হয়েছে বলে জানা যায়। রেলক্রসিংয়ের মাঝামাঝি হওয়ায় আটকা পড়েছে উভয় পাশের যানবাহন। এতে বাংলামোটর, এফডিসি ক্রসিং, হাতিরঝিল মোড়, মগবাজার এলাকায় জটলা তৈরি হয়েছে। ‍এতে মগবাজার থেকে এফডিসি মোড় হয়ে সাত রাস্তা বা কারওয়ান বাজারের দিকে যান চলাচল বন্ধ রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, মগবাজার রেলগেট এড়িয়ে বিকল্প পথে যাতায়াত করছে যানবাহন। ট্রেনটি সচল করতে কাজ করছে রেল কর্তৃপক্ষ। তবে ট্রেন উদ্ধারে কতক্ষণ লাগবে তা নিশ্চিত করে বলতে পারছে না ঘটনাস্থলে থাকা রেলের কর্মীরা।

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটি কমলাপুর যাচ্ছিল বলে জানা যায়। সূত্রঃ আর টিভি। সম্পাদনা ম/হ। রু ২২১০/০৯ 

Related Articles