প্রধান উপদেষ্টার উপস্থিতিতে জাতীয় ব্যবসা সংলাপ

ছবি: সংগৃহীত

আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় জাতীয় ব্যবসা সংলাপের আয়োজন করা হয়েছে। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশ এর আয়োজনে এ সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংলাপটি অনুষ্ঠিত হবে।

আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান সম্মেলনে সভাপতিত্ব করবেন। বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা এতে অংশ নেবেন।

সম্মেলন আয়োজনে আইসিসি বাংলাদেশকে সহায়তা করছে এফবিসিসিআই, ঢাকা চেম্বার, এমসিসিসিআই, এফআইসিসিআই, বিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, চট্টগ্রাম চেম্বার, বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশন, ওষুধ শিল্প সমিতি, বেসিস, চামড়া পণ্য ও পাদুকা উৎপাদনকারী ও রপ্তানিকারক সমিতি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস্ এবং পুঁজিবাজারে নিবন্ধিত কোম্পানিগুলোর সমিতি বিএপিএলসি। 

অন্তবর্তী সরকার গঠনের পর ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা, সেনাবাহিনী প্রধান, অর্থ ও বাণিজ্য উপদেষ্টাসহ সরকারের উচ্চ পর্যায়ে ইতোমধ্যে কয়েকটি বৈঠক হয়েছে।

এসব বৈঠকে ব্যবসা–বাণিজ্য মসৃণভাবে পরিচালনার জন্য আইন–শৃঙ্খলা রক্ষা করা, ব্যবসার জন্য অনুকুল পরিবেশ রাখা, বিভিন্ন খাতে সংস্কারসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। জাতীয় ব্যবসা সংলাপে ব্যবসায়ীরা অন্তবর্তী সরকারের প্রধানের কাছে গুরুত্বপূর্ণ সুপারিশ করবেন বলে জানা গেছে। সূত্র: সমকাল/ স/হ/ন 11/09/2024 

Related Articles