নির্বাচন কমিশন গঠনে ৬ সদস্যের সার্চ কমিটিতে তাহসানের মা
- by Maria Sultana
- October 31, 2024
- 63 views
ছবি: সংগৃহীত
সম্প্রতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে সভাপতি করে নির্বাচন কমিশন গঠনে একটি ৬ সদস্যের অনুসন্ধান কমিটি (সার্চ কমিটি) গঠন করা হয়েছে। এই কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন তাহসান খানের মা, অধ্যাপক জিন্নাতুন নেছা তাহমিদা বেগম, যিনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অষ্টম চেয়ারম্যান ছিলেন।
অধ্যাপক জিন্নাতুন নেছা তাহমিদা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৬ সালে সম্মান ও ১৯৬৭ সালে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন এবং ১৯৭৭ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন। তবে তার পিএসসি চেয়ারম্যান থাকাকালে ২৪তম বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের একটি বিতর্কিত ঘটনা ঘটে, যা দেশজুড়ে আলোড়ন তুলেছিল এবং ওই পরীক্ষাটি বাতিল করা হয়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য প্রচার করে এ বিষয়টিকে অভিনেতা তাহসান খানের সঙ্গে জড়িয়ে গুজব ছড়ানো হয়। প্রকৃতপক্ষে তাহসান খানের কোনো সংশ্লিষ্টতা বা অন্যায় সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। সূত্র: যুগান্তর /স/হ/ন ৩১/১০/২০২৪