বিনোদন জগতের নতুন তারকা সাদিকা রহমান মেঘলার রহস্যজনক মৃত্যু
- by Maria Sultana
- September 14, 2024
- 97 views
ছবি: সংগৃহীত
বিনোদন জগতের উঠতি তারকা সাদিকা রহমান মেঘলার রহস্যজনক মৃত্যু ঘটেছে। গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে তিনি তার গ্রামের বাড়িতে মারা যান। মেঘলা সম্প্রতি আরাবি রহমান নামে একটি বিজ্ঞাপনে কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছিলেন এবং ঢাকায় এসে নায়িকা হওয়ার স্বপ্ন দেখছিলেন।
মৃত্যুর খবর নিশ্চিত করে মেঘলার ছোট বোন রুখসানা জানান, মেঘলা দুই দিন আগে ঢাকা থেকে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন। রাতে ঘুমানোর আগে পায়ে অস্বস্তি অনুভব করায় পায়ে তেল মালিশ করা হয়েছিল। তবে ঘুম থেকে উঠার পর তার শরীর ঠান্ডা লাগতে শুরু করে এবং কিছুক্ষণ পরই তার মৃত্যু ঘটে। শুক্রবার বাদ জোহর পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
মেঘলা ঢাকার শ্যামলীতে বসবাস করতেন, যদিও তার জন্ম কিশোরগঞ্জে এবং বেড়ে উঠেছেন নেত্রকোনায়। নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে মডেলিংয়ে পা রেখেছিলেন এবং সিনেমার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে রুপালি পর্দায় অভিষেকের আগেই তার মৃত্যু হলো। সূত্র: যুগান্তর /স/হ/ন ১৪/০৯/২০২৪