যুক্তরাষ্ট্র আরটির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে
- by Maria Sultana
- September 14, 2024
- 53 views
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন শুক্রবার রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আরটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন। ব্লিঙ্কেনের অভিযোগ, আরটি রাশিয়ার গোয়েন্দা কার্যক্রমের অংশ হিসেবে কাজ করছে এবং গোপনে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা করছে।
ব্লিঙ্কেন বলেন, আরটি রাশিয়ার সরকারের সহায়তায় পরিচালিত হয় এবং এর সাইবার কার্যক্রম চালানোর সক্ষমতা রয়েছে। এছাড়া, আরটি ও রুশ গোয়েন্দাদের মধ্যে সহযোগিতার অভিযোগ রয়েছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, আরটি ইউরোপ, আফ্রিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে ‘তথ্য পরিচালনা, গোপন প্রভাব এবং সামরিক সংগ্রহে’ জড়িত ছিল। ব্লিঙ্কেন আরও অভিযোগ করেন যে, আরটি ইউক্রেনে যুদ্ধরত রুশ সেনাদের জন্য অস্ত্র ও সরঞ্জাম সংগ্রহে অনলাইনে তহবিল সংগ্রহ করেছে। সূত্র: যুগান্তর /স/হ/ন ১৪/০৯/২০২৪
4o mini