প্রিয়াঙ্কা চোপড়ার কঠিন সময়ে ইতিবাচক মানসিকতা বজায় রাখার রহস্য
- by Ibrahim Akon
- August 31, 2024
- 58 views
নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। ছবি: ইনস্টাগ্রাম
বিশ্বজুড়ে প্রিয়াঙ্কা চোপড়ার ভক্ত-অনুসারীর সংখ্যা অসংখ্য। বহু মানুষের জন্য তিনি এক বিশাল প্রেরণা। জীবনে কাজকে কতটা গুরুত্ব দেন, তা বারবার বিভিন্ন সাক্ষাৎকারে ব্যক্ত করেছেন এই বলিউড অভিনেত্রী। স্বামী নিক জোনাস ও একমাত্র কন্যা মালতী মেরিকে নিয়ে সুখের সংসার তার। যদিও পরিবারকে পর্যাপ্ত সময় দিতে না পারার আক্ষেপ রয়েছে, তবুও তিনি তা নিয়ে দুশ্চিন্তা করেন না। কারণ, তিনি এমন একটি কাজ করেন যা তিনি ভালোবাসেন।
সম্প্রতি ভোগ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, "প্রত্যেকের মতো আমারও জীবনে খারাপ দিন আসে। কিন্তু আমি নিজেকে মনে করিয়ে দিই, আমার যা কিছু রয়েছে, তা অর্জন করা সত্যিই বিরাট ব্যাপার। তাই নিজের কাজে কোনো আক্ষেপ রাখতে চাই না। আমি আমার অনুভূতিগুলো সাময়িকভাবে সরিয়ে রাখি। বাড়ি ফিরে সেই অনুভূতিগুলো নিয়ে ভাবনা-চিন্তা করি।"
নারীকেন্দ্রিক ছবিতে বেশি করে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা। তার মতে, এ ধরনের ছবিতে কাজ করলে নারীরা পুরুষতান্ত্রিক সমাজে তাদের অবস্থান আরও দৃঢ় করতে পারবেন। প্রিয়াঙ্কার কাজের প্রতি অঙ্গীকার অনেক নারীর জন্য প্রেরণা। প্রতিদিন ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে টানা ১২ ঘণ্টা কাজ করেন তিনি, এরপর বাকি সময় পরিবারের সঙ্গে কাটানোর চেষ্টা করেন। তবে তিনি কখনোই কাজের জন্য তার অনুভূতি বা পরিবারকে ক্ষতিগ্রস্ত হতে দেননি।
প্রিয়াঙ্কা চোপড়া ২০১৮ সালের ১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের পপ তারকা নিক জোনাসের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২২ সালের জানুয়ারিতে তাদের একমাত্র কন্যা, মালতী মেরির জন্ম হয়।