সুইফটের নতুন রেকর্ড: মাইকেল জ্যাকসনকে ছাড়িয়ে গেলেন
- by Ibrahim Akon
- August 25, 2024
- 85 views
টেলর সুইফট | এএফপি
টেলর সুইফটের আলোচিত 'দ্য ইরাস ট্যুর' কনসার্ট শুরু হওয়ার পর থেকেই একের পর এক নতুন রেকর্ড গড়ছে। এবার সুইফটের নাম যুক্ত হলো আরও একটি রেকর্ডে, যেখানে তিনি পেছনে ফেললেন পপ কিংবদন্তি মাইকেল জ্যাকসনকে। ২০ আগস্ট লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে পারফর্ম করে, তিনিই প্রথম একক শিল্পী হিসেবে অষ্টমবারের মতো এখানে শো করলেন।
সুইফট ভক্তদের ধন্যবাদ জানিয়ে বলেন, "ওয়েম্বলিতে আটবার শো করতে পেরে আমি কৃতজ্ঞ। এই সাফল্য আপনাদের জন্যই সম্ভব হয়েছে।" ১৯৯৮ সালে মাইকেল জ্যাকসন 'ব্যাড ট্যুর'-এ সাতবার ওয়েম্বলিতে পারফর্ম করেছিলেন। সুইফট সেই রেকর্ড ভেঙে দিলেন। যদিও পপ ব্যান্ড টেক দ্যাটও ওয়েম্বলিতে আটবার পারফর্ম করেছে, তবে সেটা ছিল দলীয় পারফরম্যান্স।
বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্যে সুইফটের গান শুনেছে প্রায় ১২ লাখ মানুষ, যা দেশটির অর্থনীতিতে ১ বিলিয়ন পাউন্ড অবদান রেখেছে।